রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই কর্মকাণ্ড। জাতীয় পতাকার নকশা বদল এবং জাতীয় পতাকা অবমাননার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এতজন সিনিয়র শিক্ষক তাও আবার বিশ্ববিদ্যারয় পর্যায়ে, তাদের মাথায় কি একবারো আসলোনা যে লাল কাপড় টা চারকোনা? এটা জাতীয় পতাকার নকশা না?ছবি তোলার সময় একবার তাকায় দেখলোনা যে কার সামনে দাঁড়িয়েছি! এই ঘটনার তীব্র নিন্দা ও ধীক্কার জানাচ্ছি।
(ফেসবুক থেকে নেয়া)