কাদের হাতে বলিউড, কিংবা কে বা কারা করছেন বলিউড শাসন। এমন প্রশ্নের উত্তর জানতে আগ্রহ সবার। তবে মজার ব্যাপার হচ্ছে সময়ের পরিবর্তনে সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তরটাও পাল্টে গেলেও পাল্টায়নি শাসকদের নীতি।
একেবারে খোলাসা করে বলতে গেলে বলতে হয় মনভূত না হলেই সরিয়ে ফেলা বা ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া এটি তাদের চিরাচরিত স্বভাব। আগেই বলেছি মানুষগুলো পাল্টালেও স্বভাব বা নীতি কিন্তু ওই একটাই।হালের জনপ্রিয় নায়ক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আবারো প্রভাব খাটানোর বিষয়টিই সামনে আসে। এইতো বেশ কয়েক মাস আগে রহস্যজনক মৃত্যু হয় তার।
কেউ বলছেন, সুশান্ত মানসিক অবসাদে ভুগছিলেন, সেকারণেই আত্মহত্যা। আবার কেউ সুশান্তের মৃত্যুর পেছনে অন্য রহস্যের কথা বলছেন। তবে ঘটনা যাই হোক তার মৃত্যুর পর বলিউডে যে শব্দটা সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তা হলো নেপোটিজম। ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী কঙ্গনা রানাউত বলেছেন, সুশান্ত পুরনো সাক্ষাৎকারেও বারবার স্বজনপ্রীতির কথা বলেছে। এসবের সঙ্গে ওর মৃত্যুর কোনো যোগ নেই?’
সুশান্তর মৃত্যুর জন্য সরাসরি প্রভাবশালীদের দায়ী করেন তিনি। একই সুরে কথা বলেছেন পরিচালক শেখর কাপুর।
আর অভিনেতা, প্রযোজক ও লেখক কোমল আর খানতো সরাসরি প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নাম প্রকাশ করেছেন।
কোমল আর খান বলেন, ‘এই প্রতিষ্ঠানের ৬ জন বলিউড নিয়ন্ত্রণ করেন বলে তিনি সরাসরি তীর ছোঁড়েন, যার মধ্যে সালমান খানেরও নাম রয়েছে। অবশ্য অভিনব কাশ্যপও একই অভিযোগ ছুঁড়েছেন সালমান খানের পরিবারের দিকে।’
কোমল আর খানের মতে যে ৬জন বলিউড নিয়ন্ত্রণ করেন তারা হলেন-
১.করণ জোহর (ধার্মা প্রোডাকশন)
২. আদিত্য চোপড়া (রানি মুখার্জির স্বামী, শরাজ ফিল্মস)
৩.ভুষণ (টি সিরিজ)
৪. একতা কাপুর (বালাজি)
৫. সাজিদ (নাদিয়াদওয়ালা)
৬.সালমান খান (সালমান খান ফিল্মস) ।
কোমল আর খান আরো বলেন, ‘এই ৬জন তারকা চাইলে বলিউডের যে কারো কেরিয়ার ধ্বংস করে দিতে পারেন।’