সেলিব্রেটিরা যাই করেন তাই ভাইরাল হয়।
অন লাইন ডেস্ক
-
Update Time :
Saturday, December 19, 2020,
-
128 Time View
কখনো ভক্তদের কাছে তা আগ্রহের বিষয় হয়ে উঠে। আবার নেট দুনিয়ায় ট্রলের শিকারও হতে হয় তাদের। তবে অভিনয়ের জন্য অনেক কিছুই করতে হয়ে তাদের।
শুনতে অবাক করার মতো হলেও অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি জানিয়েছেন তিনি নাকি টানা ছয় দিন ভেজা শাড়িতে রয়েছেন। নিজেই টুইটারে লিখেছেন, ‘আজ প্রচণ্ড ঠান্ডা, হাওয়া বইছে। তার মধ্যে আমি টাকা ছয়দিন ধরে ভেজে কাপড়ে শুটিং করছি। অভিনেত্রী হওয়ার বিড়ম্বনা।
স্বস্তিকার এই টুইটে মন্তব্য করেছেন পরিচালক সত্রাজিৎ সেন। তিনি লিখেছেন, ‘’বরাবরই তোর ঠান্ডা নিয়ে বিশাল বাড়াবাড়ি। এমন কিছু ঠান্ডা নয়।’ উত্তরে অভিনেত্রী লিখেছেন, ‘না, না, তুই ১৪ ঘণ্টা করে ভেজা জামা-কাপড় পরে ছয়দিন কাটা তারপর কফিতে চুমুক দিতে দিতে আলোচনা করব।’
সত্রাজিৎ সেন আবারও লিখেছেন, ‘আমি কি অভিনেতা নাকি, তুই অভিনেতা। তোর জন্য ভার্চুয়ালি উষ্ণ অভ্যর্থনা, আর গরম কফি পাঠালাম।’ স্বস্তিকা আবার লিখেছেন, ‘হ্যাঁ, অভিনেতারা তো রোবট।’
সত্রাজিৎ সেনের সঙ্গে স্বস্তিকার কথোপকথন অবশ্য নেহাতই মজার ছলেই হয়েছে। তবে বেশিরভাগ কমেন্টেই অভিনেত্রীকে উৎসাহ দেয়া হয়েছে চরিত্রের প্রয়োজনে এরকম ত্যাগ স্বীকারের জন্য।
প্রসঙ্গত, স্বস্তিকা মুখোপাধ্যায়, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজ ‘মোহমায়া’র শুটিং করছেন। আর সে কারণে ভেজা জামা-কাপড়ে কাটাতে হচ্ছে তাকে। শুরু হয়েছে শীতকাল। হাড় কাঁপানো শীতে সোয়েটার, জ্যাকেট ছাড়া বাইরে বের হওয়ায় ভোগান্তির। আর এই কনকনে ঠান্ডায় কি-না টানা ছয়দিন ভেজা শাড়িতেই থাকত হচ্ছে তাকে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category