বর্তমানে টিভি নাটকের সবচেয়ে জনপ্রিয় জুটি অপূর্ব-মেহজাবীন। এ দুজনের রসায়ন দর্শকরা বেশ উপভোগ করেন। তাদের প্রায় সব নাটকই দর্শকপ্রিয়তার শীর্ষে থাকে। এরই ধারাবাহিকতায় নতুন বছরে চমক নিয়ে হাজির হচ্ছেন অপূর্ব-মেহজাবীন জুটি।
‘ক্যান্ডি ক্রাশ’ নামে ভিন্নধর্মী গল্পের নাটক নিয়ে হাজির হচ্ছেন তারা। নাটকে গতানুগতিক চরিত্রের বাইরে একেবারে ভিন্ন চরিত্রে দেখা যাবে অপূর্ব-মেহজাবীনকে।নতুন বছরের দ্বিতীয় দিন মাছরাঙা টিভিতে দেখা যাবে এটি। সিএমভির ব্যানারে বিশেষ এ কাজটি রচনা ও পরিচালনা করেছেন মহিদুল মহিম।
নির্মাতা জানান, এতে অপূর্বকে দেখা যাবে কৃপণ স্বভাবের। যে মূলত গিটার বাজিয়ে সুর খোঁজার চেষ্টা করেন। কিন্তু সুর আর হয় না! অন্যদিকে মেহজাবীনকে দেখা যাবে বারবার ফেল করা ছাত্রীর চরিত্রে! কিন্তু নিজেকে মেধাবী প্রমাণের চেষ্টার অন্ত নেই তার।
দুজনের মধ্যে নানা বিষয়ে তৈরি হয় বিরোধ। এভাবে চলতে থাকে নাটকের গল্প। এর আগে অপূর্ব মেহজাবীনের বড় ছেলেসহ বেশ কয়েকটি নাটক ব্যাপক দর্শকপ্রিয়তা পায়।