গাজীপুরের কোনাবাড়িতে আলাদা দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৪টি কক্ষ ভস্মীভূত হয়েছে।রোববার সকালে আগুন লাগার ঘটনাটি ঘটে।
কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ি বেলতলা আলম মিয়ার বাড়িতে আগুন লাগে। এতে ৬টি কক্ষ পুড়ে যায়। অন্যদিকে কোনাবাড়ী কেন্দ্রীয় মসজিদের পেছনে সম্ভু সরকারের ২৮টি কক্ষ পুড়ে যায়।
খবর পেয়ে জয়দেবপুর ও কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক হামিদ মিয়া জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিক জানা সম্ভব হয়নি।
তবে মালিক পক্ষের দাবি এতে প্রায় ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে।