December 28, 2024, 12:05 pm

সুহানার কাছে আবদার স্টারকিডের ঃ তোমার মতো কোমর পেতে পারি?

এস এম সাগর, প্রোগ্রাম অফিসার,স্বাধীন বাংলা টিভি
  • Update Time : Sunday, December 20, 2020,
  • 183 Time View

এখনও বলিউডে অভিষেক হয়নি শাহরুখ কন্যা সুহানার। তবে যে কোনও নায়িকাকে অবলীলায় টক্কর দিতে পারেন। তার ইনস্টগ্রাম পেজে চোখ রাখলেই বোঝা যায় বলিউডের হবু ‘স্টাইল ডিভা’ তিনিই।

ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে আরও এক বার যেন সে কথাই মনে করিয়ে দিলেন সুহানা। খোলা চুল, ডিজাইনার পোশাকে, হাতে কফির কাপ নিয়ে অনেকেরই হৃদস্পন্দন বাড়িয়ে তুললেন তিনি।সুহানার এই ছবি দেখে নিজেকে আটকে রাখতে পারলেন না তার প্রিয় বান্ধবী এবং সঞ্জয় কাপুরের কন্যা শানায়া। তাকে এই লাস্যময়ী অবতারে দেখে লিখেই ফেললেন, ‘তোমার মতো কোমর কি আমিও পেতে পারি?’

নিজের ছবিতে বন্ধুর এই কমেন্ট দেখে উচ্ছ্বসিত সুহানাও। ‘হে হে সুশ’ লিখে যেন হেসে ফেললেন তিনি।শানায়া ছাড়াও এই ছবিতে সুহানাকে ভালবাসা জানিয়েছেন সঞ্জয় কাপুরের স্ত্রী ও শানায়ার মা মহীপ কাপুর এবং তার আর এক প্রিয় বন্ধু অনন্যা পাণ্ডের মা ভাবনা পাণ্ডে। পাশাপাশি, নেটাগরিকরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন শাহরুখের রাজকন্যাকে।গত অক্টোবরেই বর্ণবৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন সুহানা। প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেই সময় সুহানার পাশে দাঁড়িয়েছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী, সাইফ-পুত্র ইব্রাহিম, জোয়া আখতার-সহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71