December 28, 2024, 6:06 pm

কিং খান কন্যা সুহানার আবদার ভারতীয় রাজকন্যের

অন লাইন ডেস্ক
  • Update Time : Monday, December 21, 2020,
  • 170 Time View

স্টার কিডদের নিয়ে আগ্রহের শেষ নেই মানুষের। যে কোন ইস্যুতেই আলোচনা করতে মুখিয়ে থাকেন ভক্তরা। আর সেটা যদি হয় কিং খান কন্যা সুহানা তাহলে তো কথাই নেই।

কদিন পর পরই আলোচনায় আসেন সুহানা। এবার এই স্টার কন্যা আবদার করলেন ডিজনির কাছে। ডিজনির কাছে ভারতীয় রাজকন্যার রূপকথা চেয়ে সুহানার বায়নাতেও সুহানার ছোটবেলার খারাপ অভিজ্ঞতারই প্রতিফলন দেখছেন অনুরাগীরা।

শাহরুখ তনয়া সম্প্রতি নেটাগরিকদের কাছে মন খুলেছিলেন, তাঁর ভারতীয় শ্যামবর্ণ নিয়ে সোশ্যাল বুলিং-এর ব্যাপারে। জানিয়েছিলেন, ছোট থেকেই তাঁর চাপা রঙের জন্য সমালোচিত হতে হয়েছে তাঁকে।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেই ডিজনির কাছে আবদার করেছেন সুহানা। ডিজনির জনপ্রিয় ছবি আলাদিনের চরিত্র রাজকন্যা জাসমিনের রাগী মুখের ছবি দিয়ে প্রশ্ন করেছেন, ‘ডিজনি একজন ভারতীয় রাজকন্যা বানাও এবার।’

সুহানার এই আর্জি মুহূর্তেই প্রচুর সমর্থন পায় নেটাগরিকদের কাছ থেকে। অনেকেই শাহরুখ তনয়ার ইনস্টা স্টোরির সুর ধরে ডিজনির কাছে একই আবেদন করেন। অবশ্য ডিজনি শেষমেশ সুহানার আবেদনে সাড়া দেয় কি না সেটাই দেখার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71