বাদ যায়নি নগরী থেকে দূরে অনেক প্রত্যন্ত অঞ্চলও। বরফে ঢাকা দুর্গম এলাকাতেও বড়দিন উৎসব আয়োজন চলছে।
চীনের উত্তরাঞ্চলীয় হেইলয়জিয়াং প্রদেশের গ্রাম মোহে। সেখানেও পৌছে গেছে স্যান্টাক্লজ। এখানে ছোট পরিসরে তৈরি করা হয়েছে ফিনল্যান্ডের বিখ্যাত স্যান্টাক্লজ ভিলেজ রোভানিয়েমি’র আদলে তৈরি ছোট্ট গ্রাম।
স্যান্টার বাড়িকে ঘিরে তৈরি করা হয়েছে ছোট-বড় নানা আকারের বরফের তৈরি ভাস্কর্য। রয়েছে বরফের রেস্তোরাও। সর্বনিন্ম তাপমাত্রার রেকর্ড গড়ার কারণে চীনের উত্তরমেরুর নামে পরিচিত এই হেইলয়জিয়াং প্রদেশ।
এমন প্রত্যন্ত অঞ্চলে স্যান্টাক্লজের এই গ্রাম রাতের বেলার আলোকসজ্জায় আরো আকর্ষণীয় হয়ে ওঠে। যা দেখতে প্রতিদিনই প্রচুর দর্শনার্থী আসছেন স্যান্টা ভিলেজে।