আবারো গান গাইলেন সময়ের আলোচিত-সমালোচিত ব্যক্তিত্ব হিরো আলম। তার এবারের গানের শিরোনাম ‘ওলে ওলে’। গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে ইউটিউবে।
ইতোমধ্যে গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গানটির কথা ও সুর করেছেন রাব্বি খান।
সম্প্রতি ‘বাবু খাইছো’, ‘আই লাভ মাই বাংলাদেশ’ শিরোনামের গান দুটি নিয়ে তরুণদের মাঝে বেশ হৈচৈ পড়ে যায়। ফেসবুক ও ইউটিউবে গানটি রিলিজ পাওয়ার পর পরই তা ভাইরাল হয়। গান ভাইরাল হলেও একই সঙ্গে গান গেয়ে সমালোচিত হচ্ছেন তিন। গান বিকৃতির অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। তিনিও পাল্টা করার হুমকি দিয়েছেন।
হিরো আলমের পুরো নাম আশরাফুল আলম হলেও সোশাল মিডিয়ার কল্যাণে তিনি হিরো আলম নামে পরিচিত। বগুড়ার ছেলে হিরো আলম ছিলেন ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায় জড়িত। এরপর বাংলা ছবির পুরানো কিছু গান থেকে ভিডিও বানিয়ে সোশাল মিডিয়ায় প্রকাশ করেন। তারপর এগুলো সমালোচিত এবং ভাইরাল হয়ে যায়। এভাবেই পরিচিতি পান হিরো আলম।