শীতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় শুক্রবার রাজধানীর প্রধান প্রধান বাজারগুলো ছিলো ক্রেতাশূন্য। ফলে সপ্তাহের ব্যবধানে ঢাকার বাজারে সবজিসহ বিভিন্ন তরিতরকারির দাম কমেছে। একই সঙ্গে দাম কমেছে মাছের বাজারে।
তবে স্থিতিশীল রয়েছে মাংসের বাজার, বিক্রি হচ্ছে আগের দামেই। এদিকে বাজারে খুচরা ব্যবসায়িরা জানান, এখনো উচ্চমূল্যেই স্থিতিশীল রয়েছে চালের বাজার।
শীতে করোনাভাইরাসের সংক্রমণবেড়ে যাওয়ায় শুক্রবার রাজধানীর প্রধান প্রধান বাজারগুলো ছিলো অনেকটাই ক্রেতাশূন্য।
জানা যায় প্রতিদিন ঢাকায় সবজিসহ বিভিন্ন পণ্য আনা হচ্ছে। বিক্রেতারা যথেষ্ট মালামাল নিয়ে বসে থাকলেও ক্রেতার দেখা খুব একটা মিলছে না।
শুক্রবার রাজধানীর বনানী-গুলশান কাঁচা বাজার ঘুরে দেখা যায় সপ্তাহের ব্যবধানে সবজি সহ অন্যান্য তরিতরকারির দাম কমেছে। একই সঙ্গে দাম কমেছে মাছের বাজারে। আবার করোনা ভাইরাসে আক্রান্তের ভয়ে ঘরে থেকে আগাম কেনাকাটা করে রাখছেন অনেকে।
তবে আগের দামে স্বস্তি মিলছে গরু ও মুরগির মাংসের ক্রেতাদের। তবে এখনো উচ্চমূল্যেই স্থিতিশীল চালের বাজার।
করোনা আতঙ্কে বাজারে ক্রেতা সমাগম কম হওয়ায় এবার শীতের বাকি সময়টা বড় ধরনের আর্থিক ক্ষতির আশংঙ্কা করছেন সবজি বিক্রেতারা।