‘মাদককে না বলি-খেলাধুলায় জীবন গড়ি’- এ শ্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে মণিরামপুরের শোলাকুড় যুব সংঘের উদ্যোগে ৮ দলীয় বঙ্গবন্ধু নাইট মিনি ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার সদর ইউনিয়নের শোলাকুড় বটতলা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদলের হাতে পুরস্কার তুলে দেন মণিরামপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মতিয়ার রহমান। খেলার উদ্বোধন করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপন। ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন
ছাত্রলীগনেতা এনামুল হকের পরিচালনায় উদ্বোধন ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্জ্ব ইয়াকুব আলী গাজী,
মণিরামপুর পাবলিক লাইব্রেরির সম্পাদক ও মণিরামপুর প্রেসক্লাবরে সহসভাপতি প্রভাষক নূরুল হক, মণিরামপুর সরকারী কলেজের প্রভাষক ফিরোজ আহমেদ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলঅম রবি, ইউনিয়ন যুবলীগের আহবায়ক নিশাত কবির, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন।
নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় খড়িঞ্চি ক্রিকেট ক্লাব কালারহাট যুবসংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।