কুমিল্লার চান্দিনায় শীত দিনদিন বেড়েই চলছে। প্রচণ্ড শীত ও কুয়াশায় এ অঞ্চলের মানুষের দৈনন্দিন চলাফেরা অত্যন্ত কষ্টেই কাটছে। সন্ধ্যা নামতে না নামতেই কুয়াশায় ঢেকে যায় চারদিক। শীত ও কুয়াশার তীব্রতায় সন্ধ্যার মধ্যে সবাইকে ঘরে বন্দি হতে হয়।
শীতে বৃদ্ধ-শিশুদের কষ্ট স্বাভাবিকভাবেই বেশি হয়। কিছু মানুষের এমন দুর্দশা লাঘব করতে ‘বদলে যাব বদলে দিবো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুুুমিল্লা চান্দিনার কংগাই মানব কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত গরিব ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরন সেই সাথে মাক্স বিতরন করা হয়েছে।
২৫ ডিসেম্বর শুক্রবার কংগাই উত্তর পূর্বপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গনে ৭০ জন অসহায়দের মাঝে কম্বল বিতরন করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন গল্লাই ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার আবদুল বাতেন।
উক্ত ওয়ার্ডের সাবেক মেম্বার আবদুল হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন চান্দিনা উপজেলা স্কাউট কমিশনার সুলতান আহমেদ, হাসান বুক হাউজ ঢাকার অডিট অফিসার আবদুল হাকিম মজুমদার, সামছুল হক মাস্টার, শিক্ষক ফারুক আহমেদ,নারী নেত্রী সুফিয়া আক্তার।
কম্বল বিতরন কালে অতিথিরা মানবকল্যাণ সংস্থার উন্নয়ন ও সফলতা কামনা করে বলেন – মানুষের কল্যানে এ সংস্থা সবসময় কাজ করে যাচ্ছে,দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরনসহ বিভিন্ন সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে এমনকি অসহায় নির্যাতিত মানুষের সাথে থেকে তাদের সহযোগীতা করে আসছে।
তাদের এমন কার্যক্রমকে সাধুবাদ জানান সেই সাথে সমাজ থেকে মাদক নির্মূল, ইভটিজিং,বাল্যবিবাহ রোধসহ আর্তদের সেবায় আর্থিক সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।
সভায় মোহনপুর আলী মেমোরিয়াল মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ সরকারের সঞ্চালনায় আরোও উপস্থিত ছিলেন শাহআলম, মাওলানা জহিরুল ইসলাম,আবুল কাশেম,খোরশেদ অালম,আবুল বাশার,সোহেল আহমেদ,নাজমুল হোসেন, বদিউল আলমসহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।