শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল ওহাব (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর শহরের পোড়াগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওহাব বড়পোড়াগড় মহল্লার মৃত আব্দুর রহিমের ছেলে।
এদিকে এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ আরোহীকে আটক করেছে শ্রীবরদী থানা-পুলিশ। আটকরা হচ্ছেন- উপজেলার চক্রপুর গ্রামের মজিবর রহমানের ছেলে রাসেল আহম্মেদ (২৮) ও জামালপুর সদর উপজেলার নান্দিনা বাদেচান্দি গ্রামের মোশারফ হোসেনের ছেলে মেহেদি হাসান (২২)।