পৌষের হাড়কাঁপানো শীত জেকে বসেছে উত্তরের জেলাগুলোতে। ঘন কুয়াশার সাথে বইছে হিমেল বাতাস। রোববার (২৭ ডিসেম্বর) থেকে সারাদেশে শৈত্যপ্রবাহ হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রিতে।
এদিকে, শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে বাড়ছে বয়স্ক ও শিশুদের শ্বাসক,ডায়রিয়াসহ ঠাণ্ডা জনিত নানা রোগ। নওগাঁর ১১ উপজেলার হাসপাতালগুলোতে প্রায় ২শ রোগী ভর্তি হয়েছে।
গেল সপ্তাহের শৈত্য প্রবাহের রেশ কাটেনি এখনো। দিনে সূর্য উঠলেও রাতে তাপমাত্রা কমে যায় পঞ্চগড়ে। তবে শনিবার সকাল থেকে আবারো শুরু হয়েছে হিমেল বাতাস। আবহাওয়া অফিস বলছে রোববার থেকে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে বয়ে যাবে শৈত্যপ্রবাহ।
নওগাঁয় গত এক সপ্তাহ ধরে বিরাজ করছে ঠাণ্ডা আবহাওয়া। দুপুরে রোদের দেখা মিললেও সন্ধ্যার আগেই ঘন কুয়াশায় ছেয়ে যায় আশপাশ। জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ।
শীত বাড়ার সাথে সরকারী হাসপাতালগুলোতে বেড়েছে ডায়েরিয়া, হাঁপানী ও সর্দি জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা।
ঠাণ্ডা থেকে শিশু ও বয়স্কদের রক্ষায় খাবারসহ সব বিষয়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের।
নওগাঁর ১১ উপজেলায় শীতজনিত রোগে দুই শতাধিক রোগী ভর্তি রয়েছে। এদের মধ্যে বেশির ভাগ শিশু ও বয়স্ক।