টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সিংগুরিয়া ব্রিজে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন কিশোর নিহত হয়েছে।
সোমবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,জেলার ভূঞাপুর উপজেলার কাগমারীপাড়া গ্রামের ইউসুফের ছেলে মো. রশিদ (১৫), একই গ্রামের লাল মিয়ার ছেলে মুন্না (১৮) ও সৌরভ (১৯)।
ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুরাদ হোসেন জানান, টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের সিংগুরিয়া ব্রিজের ওপর একটি ট্রাক বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিন কিশোরের মধ্যে রশিদ ও মুন্নার মৃত্যু হয়। আর আশঙ্কজনক অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সৌরভেরও মৃত্যু হয়।