December 25, 2024, 2:18 am

ঘাটাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন কিশোর নিহত

অনলাইন ডেস্ক
  • Update Time : Monday, December 28, 2020,
  • 87 Time View

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সিংগুরিয়া ব্রিজে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন কিশোর নিহত হয়েছে।

সোমবার (২৮ ডি‌সেম্বর) বেলা ১১টার দিকে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,জেলার ভূঞাপুর উপজেলার কাগমারীপাড়া গ্রামের ইউসুফের ছেলে মো. র‌শিদ (১৫), একই গ্রামের লাল মিয়ার ছেলে মুন্না (১৮) ও সৌরভ‌ (১৯)।

ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুরাদ হোসেন জানান, টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের সিংগুরিয়া ব্রিজের ওপর এক‌টি ট্রা‌ক বিপরীত থে‌কে আসা এক‌টি মোটরসাইকে‌লকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিন কিশোরের মধ্যে র‌শিদ ও মুন্নার মৃত্যু হয়। আর আশঙ্কজনক অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সৌরভেরও মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71