মেলবোর্ন টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। আর এ জয়ে ৪ ম্যাচ সিরিজে ১-১ এ সমতায় ফিরলো কোহলির দল। তৃতীয় দিনের করা ৬ উইকেটে ১৩৩ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে অজিরা। আগের দিনের অপরাজিত ক্যামেরন গ্রিন দলীয় সর্বোচ্চ ৪৫ রান করে মোহাম্মদ সিরাজের বলে আউট হন। ২২ রান করেন কামিন্স।
এরপর, লায়ন, হ্যাজেলউডরা দ্রুত ফিরলে ২২০ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ফলে ভারতের লক্ষ্য দাঁড়ায় ৭০ রান। জবাবে ব্যাট করতে নেমে মায়াঙ্ক আগারওয়াল ও চেতশ্বর পুজারা ফিরলেও, শুভমন গিলের ৩৫ ও দলনেতা আজিঙ্কা রাহানের ২৭ রানে ভর করে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।