শারীরিকভাবে সুস্থ্য থাকতে ও ব্যবসার ফাঁকে কিছুটা বিনোদন পেতে হয়ে গেলো দিনাজপুরের নবাবগঞ্জে ব্যবসায়ীদের অংশগ্রহণে জমকালো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।
প্রতিবছরের ন্যায় এবারও শীত মৌসুমের শুরুতে নবাবগঞ্জ কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির আয়োজনে শুরু হয় ব্যবসায়ীদের বিভিন্ন শ্রেণি ভিত্তিক ১৬ দলের অংশগ্রহণে এ খেলা।
প্রতি শুক্রবার ছুটির দিনে সকালে ভেদাভেদ ভুলে আনন্দ উচ্ছ্বাস নিয়ে দোকান মালিক ও কর্মচারী একসাথে মাঠে নামেন ফুটবল খেলতে। বুধবার সকালে সেই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। দূরদূরান্ত থেকে এ খেলা দেখতে আসেন অনেকেই।
প্রধান অতিথি হিসেবে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ফাইনাল খেলার উদ্ধোধন করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান। এ সময় ব্যবসায়ী সমিতির সভাপতি ছানোয়ার হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক মাহবুর আলম সহ অনেকেই উপস্থিত ছিলেন।
নির্ধারিত সময়ে খেলায় গোল না হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে ফল ব্যবসায়ী একাদশ কে হারিয়ে ৫-৬ গোলে ইলেক্ট্রনিকস একাদশ জয়লাভ করে।