December 29, 2024, 2:46 am

ভক্তদের উপভোগ করাবেন অপু

অনলাইন ডেস্ক
  • Update Time : Wednesday, December 30, 2020,
  • 116 Time View

২০১৬ সালে চলচ্চিত্র জগতে আলোচনার বিষয় ছিল অপু বিশ্বাস। ২০২০ সারে এসে গেলেও অপুকে নিয়ে জল্পনার অবসান এখনো হয়নি।

হঠাৎ যখন সবাই অপুকে পাশ কাটিয়ে যেতে ব্যস্ত তখন নিজেই আবার ফিরে আসার ঘোষণা দিলেন। এই দীর্ঘ সময়ে নানা বাধা পেরিয়ে গেছেন জনপ্রিয় এ নায়িকা। জীবন থেকে হারিয়ে গেছে শাকিব।

এরপর বছরের শুর থেকে করোনা মহামারির কারণে অনেকগুলো দিন ঘরবন্দি হয়ে কাটাতে হয়েছে। এরইমধ্যে মাকেও হারালেন তিনি। অনিচ্ছাকৃত এ বিরতি কাটিয়ে কিছুদিন আগে কাজে ফিরেছেন। ফিরেই দুটি ছবিতে অভিনয় করেন।

শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘প্রিয় কমলা’ নামের মুক্তিযুদ্ধের গল্পের একটি ছবিতে অভিনয় করেন। ১৬ ডিসেম্বর মুক্তির কথা থাকলেও ছবির ছাড়পত্র দেয়নি সেন্সর বোর্ড।

এছাড়া বন্ধন বিশ্বাসের পরিচালনায় সরকারি অনুদানে নির্মিত ‘ছায়াবৃক্ষ’ নামের একটি ছবির কাজও হাতে আছে তার। এর শুটিং চলমান। এর মধ্যে ২৪ ডিসেম্বর তিনি বাংলাদেশ বেতারের চারটি অনুষ্ঠানে পারফর্ম করেছেন। অনুষ্ঠানগুলো হল ‘সিনে রঙ’, ‘চোখের দেখা প্রাণের কথা’, ‘ঘর সংসার’ ও ‘উত্তরণ’। এগুলোতে অংশগ্রহণ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘বেতারের অনুষ্ঠানের শ্রোতা অনেক।

কারণ এ গণমাধ্যমটি সারা দেশে বিস্তৃত। তাই এতে কাজ করলে শ্রোতাদের কাছে থেকেও ভালো সাড়া পাওয়া যায়। চার বছর আগে এখানে অনুষ্ঠান করেছিলাম। তখনও রেসপন্স পেয়েছিলাম। আশা করছি এবারের অনুষ্ঠানগুলোও দর্শকরা উপভোগ করবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71