বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ আগামী ৫ জানুয়ারি (মঙ্গলবার) ঠিক করেছেন আদালত। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ দিন ধার্য করেন।
এর আগে সকালে আবরার হত্যা মামলায় গ্রেফতার ২২ আসামিকে কাশিমপুর কারাগার থেকে আদালতে তোলা হয়। এরপর বিচারক সাক্ষ্য নেওয়া শুরু করেন। আজ জব্দ তালিকার সাক্ষী বুয়েট কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষক ডা. আব্দুল্লাহ আদনান এবং সিআইডির পুলিশ পরিদর্শক মোহাম্মদ আখতারুজ্জামান আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্য শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন।
এ নিয়ে এ মামলায় মোট ৬০ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ৪৪ জন সাক্ষ্য দিয়েছেন। ফেসবুকে স্ট্যাটাস দেয়ার জেরে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ডেকে নেন বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।
এরপর রাত ৩টার দিকে বুয়েটের শেরেবাংলা হল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ৭ অক্টোবর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে আবরারের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ঘটনার পর নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।