রণবীর সিং, বরুণ ধাওয়ান তো গেল এবার রণবীর কাপুরের সাথে জুটি বাঁধছেন সাইফ কন্যা সারা আলী খান। তরুণীদের হৃদয়ে ঢেউ তোলা হার্টথ্রব রণবীরের ক্যারিয়ারে ভাটা পড়েছিল। এবার আবারও ফিরছেন ছবিতে।
জানা গেছে, ছবিটি পরিচালনা করছেন ‘অর্জুন রেড্ডি’ ও ‘করীর সিং’ খ্যাত নির্মাতা সন্দীপ রেড্ডি। তবে ছবিতে শুধু রণবীর কাপুর ও সারা আলী খানই নয় থাকছে কবীর সিং-এর জুটিও। শাহিদ কাপুর আর কিয়ারা আডবাণী।
ছবির নাম ছিল ডেভিল। তবে কিছু দিন আগেই তা পাল্টে গিয়েছে। সন্দীপ ভাঙ্গা রেড্ডি জানিয়েছেন, তাঁর নতুন ছবির নাম হবে অ্যানিম্যাল।
অন্য রকম কাস্টিংয়ের জন্যই পরিচিতি সন্দীপের। কাস্টিং নিয়ে বেশ খুঁতখুঁতেও তিনি। তবে কবীর সিং-এ তাঁর এই অন্য রকম অভিনেতা জুটি চয়নই সাফল্য দিয়েছিল। পরের ছবির নতুন আর একেবারে অন্য রকম জুটি নিয়ে তাই তৈরি হয়েছে প্রত্যাশা।