সমস্ত নিয়ম মেনে চললে আসল মজাটাই মাটি হয়ে যায়’। এমনটাই মনে করেন সংসদ সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহান। সম্প্রতি, ইনস্টাগ্রামে বেশকিছু ছবি পোস্ট করে নিয়ম ভাঙার কথা বললেন অভিনেত্রী। ঠিক কী কারণে, এমন কথা বলেছেন অভিনেত্রী? তা অবশ্য স্পষ্ট নয়।
এমনিতেই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ নুসরাত। মাঝে মধ্যেই তাকে নানান কিছু পোস্ট করতে দেখা যায়। বুধবার ইনস্টাগ্রাম পোস্টে নিজের বেশকিছু ফটোশুটে ছবি পোস্ট করেছেন নুসরাত। তারই ক্যাপশানে লিখেছেন, ‘If u obey all the rules, u miss all the fun’। অভিনেত্রীর এমন পোস্টে তার প্রতি কমেন্টে ভালোবাসা প্রকাশ করেছেন সংসদ সদস্য, অভিনেত্রী।
নুসরাত জাহান অবশ্য বরাবরই বাঁধাধরা নিয়মে চলেন না। নিজের ধর্মের প্রতি সম্পূর্ণ, আস্থা, ভালোবাসা রেখেও নিখিল জৈনকে বিয়ে করেছেন অভিনেত্রী।