“শিক্ষা নিয়ে গড়বে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে নতুন বছরে গলাচিপা উপজেলাতে বই বিতরণ শুরু করা হয়েছে।
শুক্রবার (১ জানুয়ারি) সকাল ১০টায় স্বাস্থ্যবিধি মেনে আটখালি মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় । এসময়ে অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন ।
সমিত কুমার দত্ত মলয় বলেন, করোনাভাইরাস মহামারীর কারণে উপজেলাতে এবার কোন বই উৎসব না হলেও শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়া হবে ।
শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে এ বছর প্রতিটি শ্রেণীর বই বিতরণের জন্য তিন দিন করে সময় দেয়া হবে। বই বিতরণের পুরো প্রক্রিয়া স্বাস্থ্যবিধি মেনে করা হবে।