পটুয়াখালীর দশমিনা উপজেলার দশমিনা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে এক চাইনিজ বার প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোসাঃ তানিয়া ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার দশমিনা,
এসময় প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক জনাব এ্যাড ইকবাল মাহমুদ লিটন,
এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব জাকির হোসেন ভুট্রু,সদস্য জেলা পরিষধ পটুয়াখালী,জনাব এ্যাড ইকবাল হোসেন,সাবেক সাধারন সম্পাদক উপজেলা আইনজীবি সমিতি,জনাব মোঃ এনায়েত হোসাইন খান,ইউনিট ম্যানেজার মেটলাইফ, জনাব মাহমুদুল হক সজীব,পরিচালক এস.এম. ভিষন আইটি কমিউনিকেশন দশমিনা, উক্ত খেলায় সভাপতিত্ব করেন মোঃ জাবেদ আহমেদ রাজ,
চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্ট কমিটি,দীর্ঘ ২৬ দিনে মোট ৮৯ টি খেলা পেরিয়ে গতোকাল শেষ হলো ফাইনাল খেলা, খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন তা হলো দশমিনা সদর একাদশ বনাম হাসনাইন সৃতি সঙ্গ একাদশ,
খেলায় ০-১ গোলে বিজয়ী হলেন হাসনাইন সৃতি একাদশ।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক জনাব এ্যাড ইকবাল মাহমুদ লিটন সহ উপস্থিত আরো অনেকেই।