নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমানের মালিকানাধীন পোশাক কারখানা উইজডম এ্যাটায়ার্স কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আগুনে ফেব্রিকস, রঙ, মেশিনারী ও অন্যান্য সরঞ্জামাদি মিলিয়ে প্রায় দেড় কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
শুক্রবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে ফতুল্লায় অবস্থিত কারখানাটির ডাইং সেক্টরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনের সংবাদ পেয়ে মন্ডলপাড়া ও ফতুল্লা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।কারখানা ও ফায়াস সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে কারখানা বন্ধ ছিল।
ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। ডাইং সেক্টরে থাকা ২৩ টন ফেব্রিকস পুড়ে গেছে।এছাড়াও পুড়ে গেছে বিপুল পরিমাণ রং ও বেশ কিছু মেশিন। তবে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আনুমানিক দেড় কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দ্ল্লুাহ আল-আরেফিন জানান, ‘উইজডম এ্যাটায়ার্সের ডাইং সেক্টরের ডাস্টে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। সংবাদ পেয়ে মন্ডলপাড়া ও ফতুল্লা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’
উইজ্ডম অ্যাটায়ার্সের কর্ণধার এ কে এম সেলিম ওসমান এমপি জানান, ‘অগ্নিকাণ্ডে প্রায় ২৩ টন ফেব্রিকস, বিপুল পরিমাণ রং ও মেশিন পুড়ে গিয়ে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।