আজ সকালে হঠাৎ ব্যাথা শুরু হয় ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর। বুকে ব্যথা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ধমনীতে তিনটি ব্লক ধরা পড়ার পর গাঙ্গুলীর হৃদযন্ত্রে অ্যানজিওপ্লাস্টি এবং একটি রিং (স্টেন্ট) বসানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখন স্থিতিশীল।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, সকালে জিম করার সময় পিঠে কিছুটা ব্যথা অনুভব করেন তিনি, তারপর মাথা ঘুরে পড়ে যান, তারপরেই শুরু হয় বুকে ব্যথা।পরে তাকে উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়।
সৌরভের বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলী জানান, ‘তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। তবে এখন অবস্থা স্থিতিশীল।’ চিকিৎসকরা জানিয়েছে, সৌরভের অ্যানজিওগ্রাম করা হয়েছে। অ্যানজিওপ্লাস্টি এবং একটি ধমনীতে স্টেন্ট বসানো হয়েছে। আগামীকাল মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে; বাকি দুটি ব্লকে স্টেন্ট বসানো হবে কি না।