অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। দীর্ঘ ১১ মাসের বন্ধ্যাত্ব কাটছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের মাধ্যমে। চলতি মাসে দুই দল খেলবে ওয়ানডে সিরিজ। দীর্ঘদিন পর ঘরের মাঠে এই সিরিজে কেমন হতে পারে টাইগার স্কোয়াড?
এরইমধ্যে দল ঘোষণা করেছে উইন্ডিজরা। দলের নিয়মিত সদস্যদের পাঠাচ্ছে না ক্যারিবীয়রা। তবে বাংলাদেশ দল হবে পূর্ণশক্তির। সোমবার প্রাথমিক দল ঘোষণা করবেন বিসিবি নির্বাচকরা। প্রাথমিক দলে থাকবেন ২৪ জন ক্রিকেটার। কেমন হতে পারে সেই দল?
জানা গেছে, নানা আলোচনার মধ্যেও, প্রাথমিক দলে থাকছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। দলের নিয়মিত সদস্যরা তো থাকছেনই। দলের সঙ্গে যোগ দিতে সাকিব আল হাসান দেশে ফিরছেন কাল। কয়েকটি নতুন মুখও দেখা যেতে পারে প্রাথমিক দলে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য প্রাথমিক স্কোয়াড:
তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মিঠুন আলী, ইয়াসির রাব্বি, সৌম্য সরকার, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মেহেদি মিরাজ, মাশরাফী বিন মোর্ত্তজা, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শেখ মেহেদি হাসান, ইবাদত হোসেন, সুমন খান, সাইফউদ্দিন, ইরফান শুক্কুর, মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম