দল তুলনামূলক তরুণ হলেও ওয়েস্ট ইন্ডিজকে হালকা ভাবে নেবার সুযোগ নেই। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ভালভাবেই কামব্যাক করবে বাংলাদেশ- দেশে ফিরে এই আশার কথাই শোনালেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।
রবিবার সকালে ঢাকার বিমানবন্দরে পা রেখেই গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব দিয়েছেন আরো এক সুখবর।
ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন বাংলার ক্রিকেটের নবাব সাকিব আল হাসান। দীর্ঘ ১৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে তাকে মাঠে দেখার অপেক্ষায় টাইগার ভক্তরা।
আর সেই প্রহর গণনার শুরুটা হল রবিবার সকাল সকাল। বিমানবন্দরে পা রেখেই জানিয়ে দিলেন যেখান থেকে শেষ করেছিলেন শুরুটা করতে চান সেখান থেকেই। প্রত্যাশা আছে সেরাটা দেবার। কিন্তু সেটাকে চাপ হিসেবে নিতে নারাজ।
তিন ওয়ানডে আর দুই টেস্ট খেলতে ১০ তারিখ ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ। স্কোয়াডে নেই তারকা দ্যুতি। সাকিবের দুর্দান্ত এক কামব্যাকের জন্য যা হতে পারে সুবর্ণ সুযোগ। কি ভাবছেন সাকিব?
বছরের প্রথমদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে সুসংবাদ নিয়ে হাজির হয়েছিলেন সাকিব। জানিয়েছিলেন আসতে চলেছে তার তৃতীয় সন্তান। সেই উচ্ছ্বাস এবার ধরা পড়লো ক্যামেরার লেন্সে। সাকিব চাইলেন সবার দোয়া।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে ঘিরে সোমবার হতে পারে দল ঘোষণা। স্বাভাবিকভাবেই সেই দলের মধ্যমণি থাকবেন সাকিব আল হাসান। অপেক্ষা এখন মাঠে সেই দ্যুতি ছড়িয়ে দেবার।