সুনামগঞ্জে ধর্ষণ ও অপহরণের পৃথক চারটি মামলায় তিনজনকে যাবজ্জীবন এবং চারজনকে ১৪ বছরের করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (দায়রা জজ) মো. জাকির হোসেন সোমবার চারটি পৃথক মামলায় এই রায় দেন। আদালতের পাবলিক প্রসিকিউটর নান্টু রায় এই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর মধ্যে তিনটি ধর্ষণ মামলায় তিনজন আসামিকে যাবজ্জীবন এবং প্রত্যেকে এক লাখ টাকা করে জরিমানা এবং একটি অপহরণ মামলায় চার ব্যক্তিকে ১৪ বছরের কারাদণ্ড ও তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আদালত রায়ে উল্লেখ করেছেন, জরিমানার টাকা ভুক্তভোগী নারীরা ক্ষতিপূরণ হিসেবে পাবেন।
ধর্ষণ মামলায় যাবজ্জীবন দন্ড প্রাপ্ত ব্যক্তিরা হলেন, জেলার দিরাই উপজেলার জগদল গ্রামে আবদুল বাতির রওফে বাতেন (২৮), ছাতক উপজেলার ছাতক পৌরসভায় গণক্ষাই এলাকার কাঞ্জন বিশ্বাস (৩৫) ও জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রামের সুমন মিয়া ওরফে স্বপন (২২)। এবং অপহর মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ছাতক উপজেলার আন্দাইরগাঁও গ্রামের জালাল উদ্দিন (২২), হেলাল উদ্দিন (২০) সাজল মিয়া (২৪) ও অজুদ মিয়া (২৩)। রায় ঘোষণার সময় এই চারটি মামলার আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে নারী ও শিশু দমন নির্যাতন ট্রাইবুনালের পিপি নান্টু রায় রায়ে সন্তুষ্টি প্রকাশ করে জানান, সুনামগঞ্জে ধর্ষণ ও অপহরণের পৃথক চারটি মামলায় তিনজনকে যাবজ্জীবন এবং চারজনকে ১৪ বছরের করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এবং তাদের প্রত্যেককে অর্থ দণ্ডও দিয়েছেন আদালত। ঐ রায়ে রাষ্ট্র পক্ষ খুশি।
তবে বিবাদী পক্ষের আইনজীবী অ্যাড.রুবেল আহমেদ রায়ে অসন্তুস প্রকাশ করে বলেন, তারা আসামিদের ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে যাবেন।