ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডের জন্য ২৪ সদস্যের প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন মাশরাফি বিন মর্তুজা। বাদ পড়লেও কোনো অভিযোগ নেই গত মার্চে ওয়ানডের অধিনায়কত্ব ছাড়া মাশরাফির। দলের মঙ্গলে টিম ম্যানেজমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছে, সেটার প্রতি সম্মান আছে বলে জানিয়েছেন তিনি।
দেশের একটি গণমাধ্যমকে ফোনে মাশরাফি বলেন, ‘জায়গাটা পেশাদার। টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, আমি এই সিদ্ধান্তকে পেশাদারীভাবে নিচ্ছি।আমার মনে হয় এখানে আর কিছু বলার নেই। আমি আগেও বলেছিলাম, জাতীয় দলে জায়গা না পেলেও খেলা চালিয়ে যাব। আজও একই কথা বলছি। এর বাইরে অন্য কিছু ভাবছি না।’