গতকাল রাতে পটুয়াখালী পৌর শহরের হেতালীয়া বাধঘাট সেতারা ক্লিনিক রোডে আগুন লেগে কমপক্ষে ১৪টি দোকান সম্পুর্ন পুরে ছাই, প্রায় কোটি টাকার ক্ষতির আশংকা নিঃস্ব ক্ষুদ্র ব্যবসায়ীরা। গতকাল রাত আনুমানিক ১২ঃ৪৫ মি. এর সময় লেপ তোশকের দোকান থেকে আগুনের সুত্রপাত ঘটে বলে স্থানীয়রা জানায়, পরে ফায়ারসার্ভিসকে অবহিত করা হোলে দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ঘন্টা ব্যপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও কোন মালামাল আগুন থেকে রক্ষা করতে পারেনি।
ফায়ারসার্ভিস অফিস বলছে আমরা তথ্য পাওয়ার সাথে সাথে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রায় ঘন্টা ব্যপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিক ভাবে ধারনা করা হয় স্থানীয় লেপ তোশকের দোকান আঃ লতিফের দোকান থেকে মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত ঘটে বলে ধারনা করছে ফায়ারসার্ভিস, এ ঘটনায় ফায়ারসার্ভিস তদন্ত টিম প্রাথমিক ভাবে ক্ষতির পরিমাণ নির্ধারন করেন চুয়াত্তর লাখ পনেরো হাজারের কিছু বেশি টাকার মালামাল পুরে ছাই, এবং প্রায় পাচ কোটি টাকার মালামাল রক্ষা করতে পেরেছেন তারা বলে বিষয়টি ফায়ারসার্ভিস অফিস নিশ্চিত করেছে।
আগুন লাগার ঘটনায় সকাল আনুমানিক ১০ঃ০০ ঘটিকার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের শান্তনা দেন এবং ক্ষতি পুশিয়ে নেয়ার জন্য সরকার থেকে সব রকম সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন। এদিকে আগুনে পুরে ছাই হওয়া একাধিক দোকান মালিক বাকরুদ্ধ হয়ে পরেছে, কথা বলা ভাষা হারিয়ে অনেকেই ফ্যাল ফ্যাল করে তাকি থাকে, দিশেহারা তাদের পরিবারও।
এলাকাবাসী বলছে সরকার থেকে সাহায্য সহযোগিতা পেলে হয়ত তাদের ক্ষতি কিছুটা হলেও পুশিয়ে নিয়ে নতুন ভাবে ব্যবসা শুরু করে পরিবার নিয়ে বেচে থাকতে পারে।