এখন অনেকটাই ভাল সৌরভ গঙ্গোপাধ্যায়। সংকট মুক্ত, সব রিপোর্টও এসেছে ভালই। আর তাই আজ বুধবার হাসপাতাল থেকে বাড়িতে নেয়া হবে তাকে। তবে থাকতে হবে বাড়তি সতর্কতায়। এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা।
গতকাল মঙ্গলবার বিশেষ বিমানে করে এসে সৌরভকে দেখেন ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। অসংখ্য সৌরভ ভক্তদের চিন্তামুক্ত করে তিনিও জানিয়ে গিয়েছেন, প্রাক্তন ভারত অধিনায়ক এখন সম্পূর্ণ বিপদমুক্ত।
সৌরভকে দেখে আসার পরে তিনি সাংবাদিকদের সামনে বলে যান, ‘‘সৌরভের হৃদযন্ত্রের বিন্দুমাত্র কোনও ক্ষতি হয়নি। কুড়ি বছর বয়সে যেমন শক্তিশালী ছিল, তেমনই আছে।
তবে সৌরভ হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও এখন তাঁকে সম্পূর্ণ বিশ্রামেই থাকতে হবে। বাইরে খুব একটা বেরোনো চলবে না। খুব ধকলের কাজ থেকে এখন দূরেই থাকাই ভাল বলে জানিয়েছেন চিকিৎসকরা। কারণ, সৌরভের তিনটি করোনারি আর্টারিতেই ‘ব্লকেজ’ রয়েছে। তার মধ্যে একটি ঠিক করা হয়েছে। বাকি দু’টির জন্যেও স্টেন্ট বসাতে হবে। সপ্তাহ তিনেকের মধ্যে সেই চিকিৎসা প্রক্রিয়া সম্পূর্ণ করতে ফের হাসপাতালে আসতে হবে সৌরভকে।