ভক্তদের অপেক্ষার ক্ষণ গণনা শেষ। হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন সবার প্রিয় দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়। গতকাল বুধবার হাসপাতাল ছাড়ার কথা ছিল সৌরভের।
এজন্য হাসপাতালের গেটের সামনে হাজির হয়েছিল হাজারো সৌরভ ভক্তরা। কিন্তু কাল ছুটি না হওয়ায় হতাশ হয়েছিলেন তারা। তবে আজ বৃহস্পতিবারও হাজির ছিলেন দাদার ভক্তরা। ভক্তদের উদ্দেশে হাত নাড়িয়ে সকল চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে হাসপাতাল ছাড়েন সৌরভ গঙ্গোপাধ্যায়।
হাসপাতাল থেকে বেরিয়েই ফ্যানেদের জন্য সৌরভ বললেন, আমি সম্পূর্ণ সুস্থ। নিজের গাড়িতেই বাড়ি ফিরছেন মহারাজ। ভক্তদের জন্য মহারাজ আরও বলেন, কাজে ফেরার জন্যে মুখিয়ে রয়েছি।
এর আগে ২ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে সৌরভ উডল্যান্ডসে ভর্তি হন। পাঁচদিন হাসপাতালে থাকার আজ বৃহস্পতিবার তিনি ছুটি পেলেন। আপাতত ডাক্তারদের পর্যবেক্ষণে বাড়িতেই থাকবেন মহারাজ।
সৌরভ আশাবাদী তিনি দ্রুতই কাজে ফিরতে পারবেন। অন্যদিকে ডাক্তাররা জানিয়েছেন, কাজে ফেরার ক্ষেত্রে সৌরভের কোনও সমস্যা নেই। পুরোপুরি সুস্থ রয়েছেন মহারাজ। বাড়িতে নিয়ম নেমে কয়েকদিন বিশ্রাম নিয়েই তিনি কাজে ফিরতে পারেন।