দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের প্রেমের কাহিনী বহুবছর ধরে সমানতালে চলছে। কেবল বলিউডেই নয়, জীবনের যে কোনও পদক্ষেপে তাদের সম্পর্ক যে কোন দম্পতির জন্য অনুকরণীয়। বিশেষত তরুণদের জন্যও একটি উজ্জ্বল উদাহরণ। তবে কীভাবে তারা প্রেমে পড়েছে জানেন?
তারা প্রথম দেখাতেই কীভাবে নিজেদের বিশ্বাস করেছেন। দীপিকা পাডুকোন এক সাক্ষাৎকারে ফিল্মফেয়ারকে বলেছিলেন, “এটি আমার প্রথম সম্পর্ক ছিল না। আমি কোনও সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ হতে প্রস্তুত ছিলাম না। কারণ আমি এর আগেও বেশ কয়েকটি সম্পর্কের মধ্যে ছিলাম এবং বহুবার আমার বিশ্বাস ভঙ্গ হয়েছে। রণবীরের সাথে যখন দেখা হয়েছিল তখন আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম বিশ্বাসের চড়া মূল্য দিতে দিতে।”
রণবীর আর আমার এই সম্পর্কটি পুরোপুরি আলাদা ছিলো। ২০১২ সালে আমি রণবীরকে পাই। ও সত্যি আমার মন জয় করেছিলো। আমি আস্থা রাখার মত একটা মানুষ খুঁজছিলাম। আমি কারও কাছে জবাবদিহি করতে চাইনি।২০১২ সালে যখন রণবীর এবং আমার দেখা হয়েছিল, আমি তাকে বলেছিলাম, ‘আমি বুঝতে পারি যে আমাদের মধ্যে একটি যোগাযোগ রয়েছে। আমি আপনাকে সত্যিই পছন্দ করি, তবে আমি এটি উন্মুক্ত রাখতে চাই। আমি প্রতিশ্রুতি দিতে চাই না।সে আমার প্রতি আস্থা রেখেছিলো। আর তাই আজকে আমরা একই ছাদের নিচে বসবাস করি। রণবীর খুবই ধৈর্যশীল মানুষ। ওর ভালবাসাই আমাকে কাজের প্রতি আরো বেশি নিবেদিত করে।