মুশফিকুর রহিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী। আজ প্রিয় বিদ্যাপিঠের ৫০ বছর পূর্তি। এ উপলক্ষে মুশফিক বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও র্কমচারীদের শুভেচ্ছা জানান এক ভিডিও বার্তায়।
ফেইসবুকে দেয়া ওই ভিডিওতে তিনি বলেন, “আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে গর্ব অনুভব করি। কেননা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আমাকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করেছে। বিশেষত, আমার প্রিয় ডিপার্টমেন্ট ইতিহাস বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ আমার ব্যাচের বন্ধু-বান্ধবদের কাছে চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি আরো বলেন, “আমি আশা করছি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও গবেষণার ক্ষেত্র উত্তরোত্তর বৃদ্ধি পাবে। বর্তমানে কোভিড-১৯ মকোবিলা করে আমদের ক্যাম্পাস শিক্ষার আলোয় আলোকিত হয়ে আবারো ফিরে আসবে বলে প্রত্যাশা করি। পরিশেষে, উক্ত আয়োজনে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ছাত্র শিক্ষক কেন্দ্রে সবাইকে আবারো ধন্যবাদ জানাচ্ছি।”
জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের ভিডিওটি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।