December 24, 2024, 2:09 am

লোহাগাড়ায় ১৫ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

অনলাইন ডেস্ক
  • Update Time : Tuesday, January 12, 2021,
  • 125 Time View

চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ মোট দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) পুলিশের পক্ষ থেকে তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয়।

গ্রেফতার দুইজন হলো- ঝালকাঠি জেলার রামচন্দ্রপুর বালিঘোনা এলাকার মো. সেলিমের ছেলে মো. রাকিব(২২) ও কিশোরগঞ্জ জেলার ভৈরব চন্ডিবেরপাড়া এলাকার মো. হেলো মিয়ার ছেলে মো. বিল্লাল মিয়া (২২)।

দুইজনকেই কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লোহাগাড়া উপজেলার গেইট এলাকা থেকে গ্রেফতার করে লোহাগাড়া থানা পুলিশ।

রাকিবকে ১০ হাজার পিস ইয়াবা ও কাভার্ডভ্যানসহ এবং বিল্লালকে ৫ হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়।

এ ঘটনায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, লোহাগাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ মোট দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71