নব্বাইয়ের দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজের দিন কাটছে বেশ আনন্দেই। অন্য আর দশাটা তারকার মতো নয়। একেবারেই অন্যদের থেকে আলাদা। যেখানে অনেক তারকাই পাড়ি জমাচ্ছেন ইউরোপ আমেরিকায় সেখানে এই তারকা দম্পতি ক্ষেতে ফসল ফলিয়ে বা পুকুরে চাষ করেই ব্যস্ত সময় পার করছেন।
সম্প্রতি চিত্রনায়ক নাঈম নিজেদের পুকুরে চাষ করা বোয়াল, চিতল ও শোলসহ বেশ কয়েক জাতের মাছের ছবি তার ফেসবুক পেজে পোস্ট করেছেন। ছবিতে নাঈম-শাবনাজকে একসঙ্গে বিশাল মাছ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) নাঈম তার ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘শুকুর আলহামদুলিল্লাহ্। বোয়াল, চিতল, মোহা শোল ও অন্যান্য মাছ পুকুরে চাষ করে আমি মহাখুশি।’
মায়ের সূত্রে টাঙ্গাইলের করটিয়া জমিদার বাড়ির সন্তান নাঈম। ব্যবসার পাশাপাশি কৃষি কাজেও মনোযোগী তিনি। সময় পেলেই তিনি যে নিজেই চাষাবাদে নেমে পড়েন, সেটা আগে থেকেই ফেসবুকে প্রকাশ করা তার ছবিগুলো দেখলেই বোঝা যায়।
টাঙ্গাইলে দেলদুয়ার থানার পাথরাইলে তিনি কৃষিকাজে ব্যস্ত সময় কাটান। আর সেসব ছবি দারুণ সাড়া জাগিয়েছে সামাজিকমাধ্যমে।
আগের প্রকাশিত ছবিতে দেখা যায়, নাঈম কৃষিকাজে প্রয়োজনে নিজেই ক্ষেতে নেমেছেন। কখনো আবার দাঁড়িয়ে তদারকি করছেন। আবার মাছ চাষ করছেন, পোনা ছেড়ে দিচ্ছেন, তাজা কই ঝাঁকে ঝাঁকে পুকুর থেকে ধরছেন। বোঝাই যায় এমন জীবনযাপন উপভোগ করছেন এক সময়ের তুমুল জনপ্রিয় এই নায়ক।
১৯৯১ সালে প্রয়াত পরিচালক এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নাঈম-শাবনাজ। তার অভিনীত প্রায় সকল সিনেমাতেই স্ত্রী শাবনাজের সঙ্গে জুটি বাঁধেন। নাঈমের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘দিল’, ‘জিদ’, ‘অনুতপ্ত’, ‘সোনিয়া’, ‘সাক্ষাৎ’, ‘টাকার অহংকার’, ‘ফুল আর কাঁটা’, ‘চোখে চোখে’ ইত্যাদি।
নাঈম ও শাবনাজ একত্রে প্রায় ২১টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাদের একসঙ্গে অভিনয় করা শেষ সিনেমাটি হচ্ছে ‘ঘরে ঘরে যুদ্ধ’। প্রেম করে বিয়ে করেছেন তারা। দুই কন্যা সন্তানের বাবা-মা এই তারকা দম্পতি। তবে বর্তমানে অভিনয় থেকে দূরে রয়েছেন তারা।