এ্যাডভোকেট ফকরুল ইসলাম মুকুল অসুস্থাতার মাত্রা বেড়ে যাওয়ায় দ্বিতীয় বারের মত কোভিন পরীক্ষা করানো হয় তখন করোনা পজেটিভ আসে তিনি একটি ঢাকার বেসরকারী হাসপাতালে দীর্ঘদিন পর্যন্ত চিকিৎসা নিচ্ছেলেন এ খবর ফেইজবুকে ছড়িয়ে পরায় নিজ গ্রাম থেকে শুরু করে রাজধানী ও দেশ বিদেশের সাধারন জনতা তার সুস্থ কামনায় আল্লাহর দরবারে দোয়া মোনাজাত ও মন্দিরে প্রার্থনা করেন।
এ্যাডভোকেট ফকরুল ইসলাম মুকুলের পারিবারিক সূত্রে জানান, তিনি এখন অনেক সুস্থ এবং শনিবার বিকালে বাসায় ফিরবেন বলে গনমাধ্যমকে জানান।