সকল ভোট কেন্দ্র দখলের প্রতিবাদে ভোট বর্জনের ঘোষনা দিয়েছেন বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র ও বিএনপি প্রার্থী মো. জুলফিকার আলী।
বর্তমান মেয়র ও বিএনপি প্রার্থী মো. জুলফিকার আলী আজ শনিবার সকাল সাড়ে ১০টায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন।পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া বিএনপির ১২জন কাউন্সিলর প্রার্থীও ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
ভোট কেন্দ্র দখল, এজেন্টদের মারধর করে বের করে দেওয়া, ভোটারদের ভোট দিতে না দেওয়া, বুথের মধ্যে অন্যদের উপস্থিতিতে ভোট দিতে বাধ্য করাসহ বিভিন্ন অভিযোগে এই ভোট বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে।তবে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফনাজী বেনজীর আহম্মেদের দাবি, তাদের অভিযোগ ঠিক নয়।
দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ৬০ পৌরসভার মধ্যে ২৯টিতে ভোট নেওয়া হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং ৩১টিতে ব্যালটের মাধ্যমে।
দেশের ৩২৯টি পৌরসভার মধ্যে প্রথম ধাপে গত ২৮ ডিসেম্বর ইভিএমে ভোট হয় ২৪টি পৌরসভায়। দ্বিতীয় ধাপে আজ ভোট হচ্ছে ৬০ উপজেলায়। তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ৩০ জানুয়ারি এবং চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভায় ১৪ ফেব্রুয়ারি ভোট নেওয়া হবে।