বাংলাদেশের পথিকৃত মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক নিউক্লিয়াস ও মুজিব বাহিনীর শীর্ষ নেতা আমার বড় ভাই সিরাজুল আলম খান ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
COVID-19 test, CT scan,Chest X-ray সহ রক্তের অন্যান্য পরীক্ষা করানো হয়েছে। আল্লার রহমতে তাঁর ঈঙঠওউ ৎবঢ়ড়ৎঃ হবমধঃরাব পাওয়া গেছে। (শোকর আলহামদুলিল্লাহ)।তাঁকে এখনো মুখে কোন খাওয়া না দিয়ে ংধষরহব এর মাধ্যমে দেয়া হচ্ছে। আরো পড়ুন
আজ সকালে মেডিকেল টিম দেখে গেছেন এবং ২/১ দিনের মধ্যে আবারো মেডিকেল বোর্ড তাঁর মুখে খাওয়া দেয়া সহ পরবর্তী নির্দেশনা দিবেন।তিনি মোটামুটি সুস্হ আছেন,আমার সাথে দাদা’র কথা হয়েছে। ডাক্তারগণ যে কোন দর্শনাথীকে আসতে নিষেধ করেছেন এবং তাঁর কাছে না ভীড়েতে অনুরোধ করছেন। আমরা সকলে তাঁর সুস্হতা কামনা করছি।