ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুবের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শামসুন্নাহার কনা নামের এক গৃহিণী। যার নম্বর ৭৫৫।
আজ সকালে রাজধানীর হাতিরঝিল থানায় তিনি এই সাধারণ ডায়েরি করেন।
মডেল বানানোর কথা বলে বিভিন্ন সময়ে তৌসিফ তার কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা নিয়েছেন বলে সাধারণ ডায়েরিতে শামসুন্নাহার কনা উল্লেখ করেছেন।
সাধারণ ডায়েরিতে আরও উল্লেখ করা হয়েছে, অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে ফেসবুকে ১৮ মাস আগে পরিচয় হয় শামসুন্নাহার কনার। পরিচিত হওয়ার পর গত ছয় মাস আগে একটি নম্বরে গৃহিণীর কাছ থেকে ২০ হাজার টাকা নেন তৌসিফ।
এরপর তিনি তৃতীয় পক্ষ শাহরিয়া হোসেনের মাধ্যমে সোনালী ব্যাংক, সাহাপুর শাখা, চাটখিল, নোয়াখালী অ্যাকাউন্ট নম্বর ৩৪১০০৪৪১ হিসাবের মাধ্যমে বিভিন্ন সময়ে আরও ৩ লাখ ২০ হাজার টাকা নেন। টাকা নেওয়ার পর তৌসিফ ওই গৃহিণীর সঙ্গে আর কোনো যোগাযোগ করেননি।
এদিকে, গৃহিণীর অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন তৌসিফ। অভিযোগের উপযুক্ত প্রমাণ দিতে না পারলে ওই গৃহিণীর বিরুদ্ধে মানহানির মামলা করার আভাস দিয়েছেন তিনি। এরই মধ্যে পুলিশের সাইবার অপরাধ বিভাগের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছেন তরুণ এ অভিনেতা।