March 25, 2025, 12:28 pm

আমি মরলে স্ত্রী-ছেলে এমপি, এ সংস্কৃতি বন্ধ করতে হবে: কাদের মির্জা

অনলাইন ডেস্ক
  • Update Time : Monday, January 18, 2021,
  • 111 Time View

নোয়াখালীর বসুরহাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন,‘আমি মরে গেলে আমার ছেলে এমপি হবে, স্ত্রী এমপি হবে, এ সংস্কৃতি বন্ধ করতে হবে। তবে কারও যোগ্যতা থাকলে সে এমপি হতে পারে।’ আজ দুপুরে বসুরহাট পৌরসভা মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ভোটারদের সঙ্গে নির্বাচনোত্তর কুশল বিনিময় অনুষ্ঠানে কাদের মির্জা বলেন, ‘আগামীতে কোম্পানীগঞ্জে ইউনিয়ন পরিষদের নির্বাচনসহ সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এখন থেকে নির্বাচনগুলো গণতন্ত্রিকভাবে হবে। প্রতিটি নির্বাচন ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‌কোম্পানীগঞ্জে মাস্তানি চলবে না। মারামারি, হানাহানি চলবে না। সাবধান করে দিচ্ছি। কোনো অস্ত্রবাজি চলবে না। কোনো প্রকার অনিয়ম বরদাশত করা হবে না।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের সভাপতিত্বে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71