March 15, 2025, 11:23 am

চান্দিনা পৌরসভা নির্বাচনঃ জামানত হারালেন ২ মেয়র প্রার্থী

চান্দিনা প্রতিনিধিঃ
  • Update Time : Monday, January 18, 2021,
  • 187 Time View

কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে ২ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।

তারা হলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি মনোনীত ছাতা প্রতীকের প্রার্থী মো. জামশেদ আহম্মদ জাকি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী কাজী মো. রেজাউল করিম।

চান্দিনা পৌরসভায় মোট ভোটার ৩১ হাজার ৮৪৮ জন। নির্বাচনে মোট প্রাপ্ত ভোট ১৬ হাজার ৪৯৩ টি। এর মধ্যে বাতিল হয়েছে ৫৯টি ভোট। সে হিসেবে ২ হাজার ৬১ ভোটের কম পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।

দুই প্রার্থীর মধ্যে জামশেদ আহম্মদ জাকি ছাতা প্রতীকে পেয়েছেন ১৮৯ ভোট ও কাজী রেজাউল করিম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৯৪৪ ভোট।

নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মো. শওকত হোসেন ভূইয়া নৌকা প্রতীকে ৯ হাজার ৪৫১ ভোট পেয়ে চান্দিনা পৌরসভার মেয়র নির্বাচিত হন।

এব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আহসান হাবীব জানান, প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগ অর্থাৎ ২ হাজার ৬১ ভোট কোন প্রার্থী পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে না।

যেহেতু চান্দিনা পৌরসভা নির্বাচনে ২ প্রার্থীর প্রাপ্ত ভোট কম সেই কারণে এলডিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দুই জন মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71