মুন্সিগঞ্জ সদর উপজেলার পূর্ব মুক্তারপুরে কাছে ধলেশ্বরীতে জাহাজের সাথে ধাক্কায় সবজি ভর্তি ট্রলারডুবিতে জয়নাল মুন্সী (৩৮) নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে ফায়ার সার্ভিস নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে।
নিখোঁজ জয়নাল স্থানীয় রামেরগাঁও গ্রামের আয়ুব আলী মুন্সীর পুত্র।
মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ কবির হোসেন খান জানান, মুক্তারপুর পুরনো ফেরিঘাট থেকে সোমবার (১৮ জানুয়ারি) সকালে সবজি নিয়ে চালকসহ ৬ জন নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। ঘন কুয়াশার কারণে কিছু দূর এগোতেই ট্রলারটি শাহ্ সিমেন্টের জাহাজের সাথে সজোরে ধাক্কায় ডুবে যায়। ৫ জন তীরে উঠতে পারলেও সবজি বিক্রেতা জয়নালের খোঁজ মিলেনি। জাহাজটি মাঝ নদীতে নোঙর করা ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, ধলেশ্বরীর মাঝ নদীতে সিমেন্ট ফ্যাক্টরির বেশকিছু জাহাজ নোঙ্গর করে রাখার কারণেই এই দুর্ঘটনা ছাড়াও নৌ চলাচল বিঘ্নিত হচ্ছে।