বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খানের উপর চটেছেন বিজেপি নেতা রাম কদম। সাইফের নতুন ওয়েব সিরিজ ‘তাণ্ডব’ মুক্তি পাওয়ার পরেই ভারতীয় রাজনৈতিক দল বিজেপির ওই নেতা ক্ষেপে যান তার উপর। রাম কদম দাবি করেন সিরিজে ধর্ম অবমাননা করা হয়েছে। এজন্য সাইফকে তিনি ক্ষমা চাইতে বলেন।
মহারাষ্ট্রের ঘাটকোপারের বিধায়ক রাম কদম বলেছেন, ভবিষ্যতে ধর্মের অবমাননাকর কিছু করলে প্রকাশ্যে জুতোপেটা করা হবে। বিতর্কিত ওই অংশ বাদ না দেওয়া পর্যন্ত বিজিপি এই সিরিজ বয়কট করবে বলেও ঘোষণা করেন কদম।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে ‘তাণ্ডব’। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলি খান। তার সঙ্গে রয়েছেন ডিম্পল কাপাডিয়া, মুহাম্মদ জিসান আইয়ুব, সুনীল গ্রোভার, তিগমাংশু ধুলিয়া ও কুমুদ মিশ্রের মতো অভিনেতা-অভিনেত্রী।তবে এ নিয়ে নবাব সাহেব এখনো কোন মন্তব্য করেন নি।