ফুটপাতে ঘুমন্ত মানুষের গায়ের উপর দিয়ে ট্রাক চলে যাওয়ায় মৃত্যু হয়েছে ১৫ জনের। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাটের কিম চার রাস্তা এলাকায়।
জানা গেছে, সুরাটের রাস্তার ওপর ফুটপাতে বেশ কয়েক জন শুয়েছিলেন। তাদের সকলের বাড়ি রাজস্থানের বাঁশওয়ারা জেলায় এবং প্রত্যেকেই পেশায় শ্রমিক।
দ্রুতগতির একটি ট্রাক সেসময় তাদের পিষে দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়। বাকি ৬ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
দুর্ঘটনা নিয়ে সুরাটের ডেপুটি পুলিশ সুপার সিএম জাদেজা বলেছেন, ‘‘আখ বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে ট্রাকটির ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। তখনই ট্রাকটি ফুটপাতের উপর দিয়ে গিয়ে পিষে দেয় ঘুমন্ত শ্রমিকদের।’’
টুইটে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ করে টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি।