স্ত্রী জমানো ২ লক্ষ টাকা নিয়ে ১ সন্তানের প্রেমিকাকে নিয়ে পালিয়ে গেছে জাহাঙ্গীর বয়াতির ছেলে মোঃ সাব্বির বয়াতি (২৫)। ঘটনাটি ঘটেছে গলাচিপা পৌরসভার ১ নং ওয়ার্ডের নতুন বাজারের পুরাতন লঞ্চঘাট এলাকায়।
সাব্বিরের স্ত্রী মোসাঃ বৃষ্টি বলেন, পটুয়াখালী জেলার মিরর্জাগঞ্জের মোঃ জাহাঙ্গীর ছেলে মোঃ সাব্বিরের সাথে ইসলামি শরিয়ত মোতাবেক ১১ বৎসর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হই।
আমাদের ঘর সংসারজীবন ভালোই চলছিল। পাশ্ববর্তী মোসাঃ রেহেনার মেয়ে ২ বছরের পুত্র সন্তানের মা মোসাঃ রেশমা বেগম (১৯) ও ২ লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে আমার স্বামী ।
বৃষ্টি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি অনেক কষ্ট করে তিলে তিলে টাকাগুলো আয় করেছি। সেই টাকা নিয়ে গত শুক্রবার সন্ধ্যায় পালিয়ে গিয়াছে। এ ব্যাপারে গলাচিপা থানায় লিখিত অভিযোগ দেয়ার কথা জানান মোসাঃ বৃষ্টি বেগম।
অভিযোগ পাওয়ার সত্যতা জানিয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম জানান, বৃষ্টির স্বামী মোঃ সাব্বির মোসাঃ রেশমা বেগমকে নিয়ে পালিয়ে গেছে এই মর্মে একটি অভিযোগ করেছেন।
বিষয়টি তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।