December 28, 2024, 11:25 am

দ্বিতীয়বার মা হওয়ার আগেই ভাইরাল কারিনা

অনলাইন ডেস্ক
  • Update Time : Tuesday, January 19, 2021,
  • 386 Time View

বলিউডের অন্যতম আলোচিত পরিবারের সদস্য সাইফ আলী খানের স্ত্রী কারিনা কাপুর খান দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন। চলতি বছর মার্চে সন্তান জন্ম দেওয়ার কথা তার। মা হওয়ার আগেই নতুন বাড়িতে উঠেছেন কারিনা। মুম্বাইয়ের বান্দ্রায় সৎগুরু স্মরণ নামে একটি অ্যাপার্টমেন্টে উঠেছেন তারা।

বেবি বাম্প নিয়ে কারিনা যখন ক্যামেরার সামনে আসেন, তখন তাকে দেখে ঝলসে উঠতে থাকে ক্যামেরার ফ্ল্যাশ। এবারও তাই হয়েছে। নতুন ঠিকানায় যাওয়ার পথে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছেন কারিনা। সে ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিতে গাঢ় নীল রঙের প্যান্টের সঙ্গে ধূসর টপে দেখা গেছে কারিনাকে।

গেল বছর আগস্ট মাসে দ্বিতীয় মা হওয়ার খবরটি প্রকাশ করেন কারিনা। তারপর থেকেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। অন্তঃসত্ত্বা অবস্থায় কারিনা শেষ করেন ‘লাল সিং চাড্ডা’ সিনেমার শুটিং। ওই সিনেমায় আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কারিনা।

উল্লেখ্য ২০১২ সালে অভিনেতা সাইফ আলি খানের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কারিনা। ২০১৬ সালের ডিসেম্বরে প্রথম মা হন কারিনা। তাদের ছেলে তৈমুর আলী খান জন্মের পর থেকে তারকা। তৈমুরের নাম রাখা নিয়েও বিতর্ক হয়েছিল সেই সময়। তারপর কিছুদিনের ব্রেক নিয়েই কাজে যোগ দিয়েছিলেন কারিনা। প্রায় চার বছর পর আবারও একবার সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি।

২০১৯ সালে কামব্যাক করে বেশ কয়েকটি হিট সিনেমায় কাজ করে ফেলেছেন কারিনা। গুড নিউজে কাজ করেছেন অক্ষয় কুমার, কিয়ারা আডবানী ও দিলজিত দোসাঞ্জের সঙ্গে। বলিউডে ইতোমধ্যে দুই দশক পার করেছেন কারিনা। শেষ মার্চে ইরফান খানের শেষ ছবি আংরেজি মিডিয়ামেও কাজ করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71