নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী তার সামাজিত যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। তাতে একটি বাড়ির ছবি দেখা যায়। যে বাড়িতে সবুজ পাতাসহ ডালপালাগুলো বেশ জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে। পাতার ফাঁকে মাঘের আকাশ ঠিক দেখা যাচ্ছে না। ইট-কাঠের এই শহরে কুয়াশা অনেকটা ঢেকে রেখেছেন রাতের আকাশ।
এই গাছের নিচে ঠায় দাঁড়িয়ে রয়েছে একটি দুতলা বাড়িটি।
ছোট আয়তনের পুরোনো আদলে গড়া বাড়িটি বেশ পরিপাটি, দৃষ্টিনন্দন! আপাতদৃষ্টিতে বাস্তবের বাড়ি মনে হলেও এটি কোনা বাড়ি নয়। মূলত, এটি একটি কেক! যা বাড়ির আদলে তৈরি করা হয়েছে।
গত ১৫ জানুয়ারি ছিল এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সারের জন্মদিন। এ উপলক্ষে এই এলাহী কাণ্ড ঘটিয়েছেন স্বামী রোজা আমিন সুমন। স্ত্রীর প্রতি স্বামীর এমন ভালোবাসা বহিঃপ্রকাশ দেখে প্রশংসা করছেন নেটিজেনরা।
শমী কায়সার গণমাধ্যমকে বলেন, ‘হুমায়ূন আহমেদ ‘নক্ষত্রের রাত’ নাটকটি ১৯৯৭-৯৮ সালে খুব জনপ্রিয় হয়েছিল। ডিএফপিকে সেট তৈরি করা হয়েছিল। আর সেই সেটের আদলে এই কেকটি তৈরি করা হয়। কেকটি দেখে সত্যি আমি অবাক হয়েছি। রেজাকে অনেক অনেক ধন্যবাদ। সবাই দোয়া করবেন।’
নক্ষত্রের রাত ‘ নাটকে মনীষা চরিত্রে অভিনয় করেন শমী কায়সার। এ নাটকে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়ান তিনি। চিত্রনাট্য রচনার পাশাপাশি এটি পরিচালনাও করেন হুমায়ূন আহমেদ।
ব্যবসায়িক সূত্রেই শমী ও রেজা আমিনের পরিচয়। পরবর্তী সময়ে তাদের বন্ধুত্ব প্রেমে রূপ নেয় এবং তারা বিয়ের সিদ্ধান্ত নেন। গত বছরের ৯ অক্টোবর ব্যবসায়ী রেজা আমিন সুমনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শমী কায়সার।
রাজধানীর ইস্কাটনে শমী কায়সারের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।