শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সিরাজুল আলম খান (দাদা ভাই) হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন বলে জানা গেছে। তার তত্ত্বাবধানে থাকা চিকিৎসকরা এ তথ্য নিশ্চিত করেন।
চিকিৎসকরা জানান, তার শুকনো কাশি ও পা ফোলা রয়েছে। আগামীকাল শনিবার তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন।তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার নিয়মিত খোঁজ-খবর রাখছেন প্রফেসর ড. তাবলু আবদুল হানিফ।