March 25, 2025, 11:53 am

খুলনায় উপকারভোগীদের সাথে সরাসরি কথা বলবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • Update Time : Friday, January 22, 2021,
  • 100 Time View

মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন গৃহহীন পরিবারকে ঘরসহ জমি প্রদান কার্যক্রমের অংশ হিসেবে খুলনার ৯টি উপজেলায় প্রথম পর্যায়ে ৯২২টি পরিবারকে দ্বি-কক্ষবিশিষ্ট নবনির্মিত ঘরসহ জমি প্রদান করা হচ্ছে।

আগামীকাল (শনিবার) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমি ও ঘর প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন।

এসময় বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে খুলনার ডুমুরিয়ার প্রত্যন্ত কাঁঠালতলা গ্রামে সরাসরি উপকারভোগীদের সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে ডুমুরিয়ায় স্যাটেলাইট টিম সংযোগ কার্যক্রম সম্পন্ন করেছে।

আজ (শুক্রবার) খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এসব তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, খুলনায় ‘ক’ শ্রেণির তালিকাভুক্ত ভুমিহীন গৃহহীন ৫ হাজার ৮৮টি পরিবারকে পর্যায়ক্রমে ঘর দেওয়া হবে।

তিনি বলেন, খুলনাকে বিশেষ প্রাধান্য দিয়ে সরাসরি উপকারভোগীদের সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী। যেহেতু ডুমুরিয়ার আটলিয়া কাঁঠালতলার প্রত্যন্ত এলাকায় নেটওয়ার্ক ব্যবস্থা ভালো না থাকায়, উচ্চক্ষমতা সম্পন্ন বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে সংযুক্ত হবেন।

এসময় আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাংবাদিক নেতা মুন্সী মাহবুব আলম সোহাগ, হাসান আহমেদ মোল্লা, মকবুল হোসেন মিন্টু উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71